English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:০০

মাদারীপুরে ৪০ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
 মাদারীপুরে ৪০ কেজি গাঁজাসহ আটক ২

অভিনব পদ্ধতিতে প্রাইভেটকারে মাদক পরিবহন করতে গিয়ে ৪০ কেজি গাঁজাসহ মাদারীপুরে পুলিশের হাতে আটক হয়েছে দুই মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুর একটার দিকে শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ওই দু'জনকে আটক করা হয়।

তারা হলেন- কুমিল্লা সদরের চায়ুলপুর গ্রামের মফিজুল ইসলামের জহির মিয়া (২২) এবং একই উপজেলার জালুয়াপাড়া গ্রামের চালক শাকিল মিয়া (২১)।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাওড়াকান্দি ফেরিঘাটে একটি প্রাইভেটকারে অভিযান চালায় শিবচর থানা পুলিশ। তল্লাসী চালিয়ে গাড়ির ব্যাগ রাখার মধ্যে তিনটি প্যাকেটে এক মণ গাঁজাসহ দুই জনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে।