English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০৯:৫৪

র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত

 

কুষ্টিয়া সদর উপজেলায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, তারা চরমপন্থী দলের সদস্য ছিলেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার স্বস্তিপুর এলাকায় কথিত এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে বলা হচ্ছে। র‍্যাবের দাবি, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

র‍্যাবের তথ্যমতে, নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মৃত্তিকাপাড়ার আকাম উদ্দিন ওরফে হিয়া (২৫) ও লিয়াকত আলী (৩০)। র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব বৃহস্পতিবার সকালে বলেন, নিহত দুজন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য। নিহতরা হলো- ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মৃত্তিকাপাড়া গ্রামের মৃত আনছার শেখ’র ছেলে আকাউদ্দিন হিয়া (৪৫) ও একই গ্রামের জলিল শেখ’র ছেলে লিয়াকত আলী (৪০)। 

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, বুধবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে স্বস্তিপুর গ্রামের ডানপাশে একটি বাঁশবাগানে বসে বড় ধরনের অপরাধ সৃষ্টির জন্য চরমপন্থীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদে রাত সাড়ে তিনটার দিকে র‌্যাবের একটি দল সেখানে গেলে চরমপন্থীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় 'বন্দুকযুদ্ধ'। এ সময় গুলিবিদ্ধ হয়ে আকাউদ্দিন হিয়া ও লিয়াকত আলী নিহত হয়।
 
ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি বন্দুক, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।