English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১১

বাঘের থাবায় আহত মেয়র সাঈদ

নিজস্ব প্রতিবেদক
বাঘের থাবায় আহত মেয়র সাঈদ

শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাঈদ পাহাড়ি বাঘের থাবায় আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর গনধোলাইয়ে বাঘটি মারা যায়। উপজেলা সীমান্তের গারো পাহাড় এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের গারো পাহাড় থেকে একটি মেছো বাঘ নেমে আসে। এবং পৌরসভার জালকাটা মহল্লার এ খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাঈদ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় লুকিয়ে থাকা বাঘটি স্থানীয় বোরো ক্ষেতে পানি দেওয়ার মেশিন ঘর থেকে লাফিয়ে এসে মেয়রের ওপর হামড়ে পড়ে। পরে স্থানীয়রা মেয়রকে বাঘের কবরে থেকে উদ্ধার করে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, প্রায় সাড়ে ৪ ফুট লম্বা মেছো বাঘটি সম্ভবত গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে।