English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:১১

ঘন কুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ঘন কুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

 

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে এ রুটে ফেরি এবং সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ সহস্রাধিক যাত্রী নিয়ে ৮টি ফেরি আটকা পড়ে। বুধবার সকালে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা রয়েছে ২০০ যান। এছাড়াও পদ্মা, মেঘনা, ধলেশ্বরীসহ জেলার বিভিন্ন নৌপথে প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রকার নৌযান আটকা পড়ে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) মো. গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, পদ্মা অববাহিকায় রাত ২টায় ঘন কুয়াশা নেমে আসে। কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-চ্যানেল। মার্কিং বয়া বাতি দৃষ্টিহীন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়।   মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো এখন মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছ। এদিকে দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, বাসসহ ছোট-বড় যানবাহন আটকা পড়ে।