English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৫৭

টেকনাফে ৪ হাজার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে ৪ হাজার ইয়াবা জব্দ

টেকনাফে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময়ে আব্দুল খালেক (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গরবার বিকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আব্দুল খালেককে আটক করা হয়।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফা সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।