English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:২৬

মেয়েকে গলাকেটে হত্যার পর বাবার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
মেয়েকে গলাকেটে হত্যার পর বাবার আত্মহত্যা

 

দেড় বছরের শিশুকন্যা রাবেয়াকে গলাকেটে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক পিতার নাম মো. জামিল(৩২)।

ভালুকা থানার ওসি মামুন অর রশীদ জানান, পারিবারিক কলহের জেরে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ বাবা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।