English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ০০:০০

সাউথ এশিয়ান ইউথ সোসাইটির শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
সাউথ এশিয়ান ইউথ সোসাইটির শীতবস্ত্র বিতরণ

 

সাউথ এশিয়ান ইউথ সোসাইটি(সেইস) ‘শেয়ারিং ওয়ার্ম-২০০১৫-১৬’ কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশর উত্তরবঙ্গে রংপুরের পীরগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে। সংস্থাটি দরিদ্রদের শীত থেকে রেহাই দিতে এবং বাংলাদেশের সামাজিক উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রগামী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

দক্ষিণ এশিয়ান ইউথ সোসাইটি একটি অলাভজনক যুব উন্নয়ন সংস্থা। ২০১১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশের বিভিন্ন জেলার শীতার্ত মানুষের জন্য ‘শেয়ারিং ওয়ার্ম’ নামের এই কর্মসূচীর আয়োজন করে আসছে। সেইস –এর তরুণদের দ্বারা এই কর্মসূচী সংগঠিত হয়েছে। তরুণরা রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

সেইস-এর কর্মী মুন জানিয়েছেন, আমরা মূলত শীতার্ত শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণে জোর দিচ্ছি।