English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৪৫

সন্তানকে হত্যার অভিযোগে অাটক মা

নিজস্ব প্রতিবেদক
সন্তানকে হত্যার অভিযোগে অাটক মা

শ্যামপুর গ্রামে ১১ মাস বয়সী শিশু সন্তানকে মা শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। হত্যার পর লাশ ব্রিফকেসে ভরে রাখা হয়েছিল। নিহত শিশু তানভীর হাসান ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।  

সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ সোমবার সন্ধ্যার আগে শিশুটির লাশ উদ্ধার করে। এবং ঘাতক রুবিয়াকে আটক করে পুলিশ।

এদিকে, অভিযুক্ত রুবিয়া খাতুনকে (৩০) পুলিশ আটক করেছে। তবে পরিবারের দাবি অভিযুক্ত মা রুবিয়া খাতুন (৩০) মানসিকভাবে ভারসাম্যহীন।

সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, শিশু তানভিরের বাবা সাইফুল ইসলাম ঢাকায় চাকরী করে। রুবিয়া তার একমাত্র সন্তানকে নিয়ে পরিবারের অন্যান্যদের সাথে গ্রামেই থাকত। রোববার রাতে শিশু তানভীরকে তার দাদী দুধ খাওয়ানোর পর রাতে ঘুমানোর জন্য মা রুবিয়ার কাছে দেন।

গভীর রাতে কান্নাকাটি করলে দাদী কান্না থামাতে বলে। এ অবস্থায় সকালে শিশু তানভীরের কোন সাড়া শব্দ না পেয়ে দাদী রুবিয়াকে শিশু তানভীরের কথা জিজ্ঞাসা করে। সেসময়ে আবোল-তাবোল কথা বলতে শুরু করে সা রুবিয়া। এক পর্যায়ে রুবিয়া বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তাকে স্থানীয়রা আটক করে। পরে ঘরের মধ্যে খোঁজাখুজির পর ব্রিফকেসের মধ্যে শিশুটির লাশ পাওয়া যায়। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী মামলা দায়ের করেছেন।