English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:১১

সাভারে দুই নারীকে পিটিয়ে ক্যাশসহ চেইন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
সাভারে দুই নারীকে পিটিয়ে ক্যাশসহ চেইন ছিনতাই

সাভারে প্রকাশ্যে দুই নারীকে পিটিয়ে নগদ ৬০ হাজার টাকা ও সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সাভারের রেডিও কলোনি এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সাভারের একটি ব্যাংক থেকে ৬০ হাজার টাকা তুলে বাসায় ফিরছিলেন দুই নারী। রিকশাটি সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় প্রকাশ্যে তাদের পিটিয়ে আহত করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ৬০ হাজার টাকা এবং গলার সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।