English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০২

ভৈরবপুর সেতুর ওপরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
ভৈরবপুর সেতুর ওপরে সড়ক দুর্ঘটনায়  নিহত ৩

পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক মহাসড়ক ভৈরবপুর সেতুর ওপরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেনে। সবশেষ খবরে এ ঘটনায় মৃতের সংখ্যা তিনজন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের সালমান কাজী (২২), একই এলাকার মান্না (২০) এবং রুবেল (২০)।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস জানান, নাজিরপুর থেকে পিরোজপুরগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা চার আরোহীর মধ্যে সালমান কাজী (২২) ঘটনাস্থলেই নিহত হন। আহত তিন আরোহী সোহাগ (২১), মান্না (২০) ও রুবেলকে (২০) ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১১টার দিকে রুবেল এবং খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে মান্না মারা যান। আহত সোহাগ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

এসআই বিকাশ চন্দ্র দাস আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।