English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:০৯

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে টহলরত পুলিশ ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন।  নিহত কনস্টেবলের নাম রোকনউদ্দিন (প্রায় ২৭)। বাড়ি গাইবান্ধা সদরে। নিহত অপর ব্যাক্তি কাভার্ড ভ্যানের হেলপার। তার নাম জানা যায়নি। দুর্ঘটনায় আরও দুই কনস্টেবল আহত হয়েছেন। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট রয়েছে। দুর্ঘটনাকবলিত পুলিশ ভ্যান ও কাভার্ডভ্যানটি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। নিহত কনস্টেবলের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।