English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৪২

কীর্তনখোলার ডুবোচরে আটকা পড়েছে স্টিমার

নিজস্ব প্রতিবেদক
কীর্তনখোলার ডুবোচরে আটকা পড়েছে স্টিমার

 

বরিশালে কীর্তনখোলা নদীর একটি ডুবোচরে যাত্রীসহ একটি স্টিমার আটকা পড়েছে। ঘন কুয়াশার কারনে দিক হারিয়ে এমনটা ঘটেছে বলে জানা গেছে। রোববার ভোর ৬টার দিকে নদীর চরকাউয়া এলাকায় ‘পিএস মাহসুদ’ নামে স্টিমারটি আটকা পড়ে বলে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান।

শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা স্টিমারটি বরিশাল হয়ে মোড়েলগঞ্জ যাওয়ার কথা।ঘন কুয়াশার কারণে চালক দিক হারিয়ে ফেলেন। এক পর্যায়ে ১৮০ জন যাত্রীসহ বরিশাল নদী বন্দরের বিপরীত দিকের চরকাউয়ার চরে আটকে যায় স্টীমারটি।

এতে মোড়েলগঞ্জ রুটের ৭০ জন যাত্রী রয়েছে, অন্যরা নৌকা ও ট্রলারযোগ চলে গেছেন।স্টিমার ও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জোয়ার আসলে টাগ জাহাজের মাধ্যমে স্টিমারটি উদ্ধার করা হবে।