English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৪৩

ময়মনসিংহে ঠিকাদারী নিয়ে সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক
ময়মনসিংহে ঠিকাদারী নিয়ে সংঘর্ষে নিহত ১

 

ময়মনসিংহে ঠিকাদারী নিয়ে বিরোধের জেরে গোলাগুলিতে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। নগরীর দিঘারকান্দা এলাকায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘কাদু’ চেয়ারম্যানের ছেলে ‘ভুট্টু’ ও তার চাচাত ভাই রনির পরিবারের মধ্যে তিতাস গ্যাস অফিসে ঠিকাদারী নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাত সাড়ে ১০ টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিতে পাঁচজন হয়। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শিমুল নামে একজন মারা যান।