English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:২১

প্রখমে মানবিক পরে পুলিশি আচরণ

নিজস্ব প্রতিবেদক
প্রখমে মানবিক পরে পুলিশি  আচরণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার আব্দুল জলিল মণ্ডল বলেছেন, ‘আপনারা যদি মনে করেন চাকরি করি, বেতন পাই। এ ধরনের মানসিকতা নিয়ে পুলিশে কাজ করা যাবে না। সেবার মনোভাব নিয়েই সকলকে কাজ করতে হবে। মনে রাখতে হবে আপনারা প্রথমে একজন মানুষ, তারপর পুলিশ। সে কারণে আগে মানবিক হতে হবে, তারপর পুলিশ হিসেবে আচরণ করতে হবে।’

নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে পুলিশের বিশেষ কল্যাণ সভায় শুক্রবার রাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কমিশনার বলেন, ‘সিএমপিতে পুলিশের কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। আমি সকল পুলিশ সদস্যের ওপর নজর রাখছি। সতর্ক হয়ে যান, কেউ বাড়াবাড়ি করবেন না। অন্যায় পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেককে চাকরি থেকে বরখাস্তসহ নানা শাস্তি দেওয়া হয়েছে। এসব করতে আমার খারাপ লাগলেও আমি পিছপা হব না।’

কমিশনার আরও  বলেন, ‘একজন চা দোকানদারকে লাথি দিয়ে ফেলে দিলেন। তিনি চুলায় পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। হয়তো মারার ইচ্ছা পুলিশের ছিল না। কিন্তু পুলিশ কেনো তার গায়ে আঘাত করবে? পুলিশের কাজতো সেটি নয়। কয়েকজনের দায় কেনো গোটা বাহিনী নেবে? আমার সিএমপিতে এ ধরনের কোনো অন্যায় সহ্য করা হবে না।’

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান, সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) কুসুম দেওয়ান, উপ-কমিশনার (সদর) ফারুক আহমেদ, উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ প্রমুখ বক্তব্য দেন।