English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:০৯

পুলিশ নিজেই অজ্ঞান পার্টির খপ্পরে!

নিজস্ব প্রতিবেদক
পুলিশ নিজেই অজ্ঞান পার্টির খপ্পরে!

 

তূর্ণা নিশীথা ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন পুলিশের এক কনস্টেবল। সঙ্গাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বেলা দুইটার দিকে তাকে  ভর্তি করা হয়েছে। আক্রান্ত পুলিশ কনস্টেবলের নাম  মো. জাবেদ (২৮)।পুলিশের ধারণা, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জাবেদের প্যান্টের পকেটে থাকা পরিচয়পত্রে দেখা গেছে, তিনি চট্টগ্রাম মহানগর পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। আজ সকালে কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিথা ট্রেনে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানার পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত জাবেদের জ্ঞান ফেরেনি।  কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ধারণা করা হচ্ছে, জাবেদ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।