English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:০৮

নবজাতকে পাঁচতলা থেকে ফেললেন মা

নিজস্ব প্রতিবেদক
নবজাতকে পাঁচতলা থেকে ফেললেন মা

জন্ম নেওয়ার পরপরই নিজ সন্তানকে পাঁচতলা ভবন থেকে নিচে ফেলে দেন বিউটি আক্তার (১৬) নামে এক কিশোরী মা। রাজধানীর বেইলী রোডে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের খবরের প্রেক্ষিতে দুপুরে পুলিশ শিশু সন্তানটিকে উদ্ধার করে। এবং মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বিউটি আক্তার জানান, প্রায় ১০ মাস আগে কুমিল্লায় বড় বোন লিপি আক্তারের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে তার বোনের স্বামী নীরব ঘুমের ওষুধ খাইয়ে তাকে ধর্ষণ করেন। পরে তিনি গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু এ কথা তিনি কাউকে জানতে দেননি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বেইলী রোডের বাসায় তিনি নিজেই ছেলে সন্তান প্রসব করেন। প্রসবের পর জানাজানির ভয়ে তিনি সন্তানটিকে পাঁচতলার উপর থেকে নিচে ফেলে দেন। ছেলে সন্তানটি দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়।

তিনি আরও জানান, ঢাকায় বেইলী রোডের ২৬ নম্বর প্রোপার্টিজ ম্যানশনের পাঁচতলায় আজমল হক ও ফিরোজা হকের বাসায় ৯ বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করেন।