English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৪৮

ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন আবদুল জলিল

নিজস্ব প্রতিবেদক
ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন আবদুল জলিল

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দিয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল জলিল।

সোমবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে এক অনুষ্ঠানে আবদুল জলিলকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে আগের সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

ধর্মমন্ত্রী মতিউর রহমান ও সচিব বাবুল হাসানের সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না। এ পরিস্থিতিতে ১১ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয় থেকে বাবুল হাসানকে সরিয়ে আব্দুল জলিলকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আবদুল জলিল বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি ময়মনসিংহের ভালুকায় এসিল্যান্ড, মির্জাপুর থানার নির্বাহী কর্মকর্তা, ঢাকা সিটি করপোরেশনের রিজিওনাল এক্সিকিউটিভ অফিসার, দিনাজপুরের জেলা প্রশাসক, খুলনার বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।