English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:১৫

কল্যাণপুরে ৬তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
 কল্যাণপুরে ৬তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর কল্যাণপুরে ৬৪/১ নম্বর বাসার ৬তলার বেলকনি থেকে পড়ে গিয়ে শারমিন আক্তার (১২) নামে এক শিশুগৃহকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শারমিন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ফরিদ হোসেনের মেয়ে।

মিরপুর থানার এসআই খন্দকার মনিরুজ্জামান জানান, বিকেল ৪টার দিকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই শারমিন মারা যায়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাকে কেউ ফেলে দিয়েছে না সে নিজে পড়ে গেছে তা তদন্ত করে দেখা হবে।