English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ১০:৪৮

খুলনায় বাস দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
খুলনায় বাস দুর্ঘটনায় নিহত ৪

 

শনিবার সন্ধ্যায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় একটি বাস উল্টে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হয় ১৫ জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও দুজনের। শনিবার রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪)। বাকি তিনজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। যাত্রীদের মধ্যে আহত আরও ১৩ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ওসি মিজানুর জানান।