English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ১০:০২

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

 

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। রবিবার সকাল সাড়ে ৭টায় এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়।মাধবীলতা নামের একটি ফেরি মাঝনদীতে আটকা পড়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে। ১২টি ফেরি দৌলতদিয়ায় ও তিনটি ফেরি পাটুরিয়া ঘাটে নোঙর করে আছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আছে বেশ কিছু যানবাহন। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, ভোর থেকে নদীতে প্রচণ্ড কুয়াশা পড়তে থাকে। পরে সকাল সাড়ে ৭ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।