English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৬ ১৪:৫৬

নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই র‌্যাব সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই র‌্যাব সদস্য নিহত

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাকের সঙ্গে র‌্যাবের জিপের সংঘর্ষে র‌্যাবের দুই সার্জেন্ট নিহত হয়েছেন, গুরুতর আহত হন ওই বাহিনীর আরও দুই সদস্য। নিহত হয়েছেন র‌্যাব-১১ এ কর্মরত সার্জেন্ট মনসুর এবং কনস্টেবল সোহেল। শুক্রবার বেলা পৌন ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে র‌্যাব ও পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়র লতিফ খান জানান, আহত তিন র‌্যাব সদস্যকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নেয়ার পর কনস্টেবল সোহেলের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থা আশংকাজনক। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।