English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৮:৫৮

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা মুরাদুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের ওভার ব্রিজ এলাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, নিহত মুরাদুল ইসলাম (৩৫) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ কর্মস্থল বেনাপোল কাস্টমস অফিসে যাচ্ছিলেন। তিনি সেখানে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিজেই গাড়ি চালান। এছাড়াও আহত তিনজন হলেন— নাটোর জেলার বাগাতিপাড়ায় সম্রাট (৩১), মুলিগাঁতী গ্রামের  শিলন (২৫) ও জামালনগর গ্রামের শাহীন (২৫)।

ওসি আরও জানান জানান, ঢাকা থেকে নাটোরগামী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ১০ চাকার একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান চালক মুরাদুল ইসলাম। ধারণা করা হচ্ছে ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। লাশ মর্গে রাখা হয়েছে। তবে ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।