English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৭

রংপুরে দিনমজুর হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
রংপুরে দিনমজুর হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রায় দুই যুগ আগে রংপুরে এক কৃষক হত্যার ঘটনায় করা মামলার বিচার শেষে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের ছোট কল্যাণী গ্রামের ফরহাদ হোসেন (৪০), নুর মোহাম্মদ (৪১) ও মো. আব্দুল (৪০)।

আর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আবদুস সাত্তারকে (৭০) ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম জানিয়েছেন।