English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৩

রানা প্লাজা ধস মামলায় পলাতকদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক
রানা প্লাজা ধস মামলায় পলাতকদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৩ মার্চ

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পলাতক ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মামলার পলাতকদের বিরুদ্ধে বুধবার গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন এ দিন ধার্য করেন।

এদিকে মামলায় প্রকৌশলী মাহবুবুর রহমান, নান্টু কন্ট্রাক্টর, রেজাউল ইসলাম, ফারজানা ইসলামসহ ১৫ জন পলাতক রয়েছেন।

২০১৫ সালের ২১ ডিসেম্বর ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন। একই সঙ্গে ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— প্রকৌশলী মাহবুবুর রহমান, ফারজানা ইসলাম, আব্দুস সামাদ, নান্টু কন্ট্রাক্টর, রেজাউল ইসলাম, শহীদুল ইসলাম, জান্নাতুন ফেরদৌস, আমিনুল ইসলাম, তসলিম, বেলায়েত, ইউসুফ, আতাউর রহমান, মোজাম্মেল হক, মজিদ ও শফিকুল ইসলাম।