English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৯:৪১

পরিত্যক্ত জায়গায় সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট দেবে: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পরিত্যক্ত জায়গায় সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট দেবে: গণপূর্তমন্ত্রী

দেশের পরিত্যক্ত জায়গায় সরকারি কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট তৈরির ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার রাজউক থেকে হয়রানির শিকার ভুক্তভোগীদের নিয়ে আয়োজিত গণশুনানির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মোশাররফ হোসেন বলেন, ‘শিগগিরই পরিত্যক্ত জায়গায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করব। যাতে দুর্নীতিবাজরা এই জায়গাগুলো দখল করতে না পারে।’

গণপূর্তমন্ত্রী বলেন, ‘রাজউকের প্লট পরিবর্তনের সঙ্গে রাজউকের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী জড়িত। আমি ক্ষমতায় আসার পর এটা চেঞ্জ করেছি। এছাড়া বহু এমপি-মন্ত্রী আমার কাছে আসে তাদের বরাদ্দকৃত প্লট পরিবর্তনের জন্য। আমি তাদের স্পষ্ট জানিয়ে দেই যে তা করা যাবে না।’

এ সময় দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, দুদক সচিব, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।