English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১১:২৩

বিদ্যুৎকর্মীদের ধাক্কায় ছাদ থেকে পড়ে সাবেক সেনাসদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎকর্মীদের ধাক্কায় ছাদ থেকে পড়ে সাবেক সেনাসদস্যের মৃত্যু

 

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় সিরাজগঞ্জ বিদ্যুৎ অফিসের লোকজনের ধাক্কায় ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম গোলাম মোস্তফা স্বপন (৪৮)। তিনি একজন সাবেক সেনা সদস্য।সদর উপজেলার হোসেনপুর মোল্লাবাড়ি নামক স্থানে তার বাড়ি।

নিহতের স্ত্রী তামান্না মোস্তফা বিজলী সংবাদিকদের বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর এলাকায় বিদ্যুৎ ছিল না। ৭টার দিকে বিদ্যুৎ অফিসের তিন-চারজন লোক হঠাৎ ঘরের ভিতর দিয়ে ছাদের সিঁড়ির দিকে যাচ্ছিল।আমার স্বামী তাদের আসার কারণ জিজ্ঞেস করতে করতে তাদের সাথে ছাদে যায়। সেখানে উভয়ের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে আমার স্বামী ছাদ থেকে পড়ে যায়।একই সময় বাসার বাইরে থেকে মই দিয়ে আরও কয়েকজন ছাদে ওঠে বলেও জানান তামান্না। 

তবে নিহতের বড় ভাই গোলাম আযম রতন অভিযোগ করেন, ধস্তাধস্তির একপর্যায়ে বিদ্যুৎ অফিসের লোকজন আমার ভাইকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়।হাসপাতালে নেওয়ার পথে স্বপনের মৃত্যু হয় বলে তিনি জানান।

এ অবস্থায় বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে বিদ্যুৎ অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীকে আটকে রাখার কথা স্বীকার করেন তিনি।পরে পুলিশ এসে তালা ভেঙে তাদের উদ্ধার করে।এ বিষয়ে সিরাজগঞ্জ পিডিবির নির্বাহী ও আবাসিক প্রকৌশলী দেওয়ান আবু হেনা মোস্তফা বলেন, ওই পরিবারের লোকেরা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে হিটার জ্বালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর সেখানে  বিদ্যুৎ বিভাগের লোকজন অভিযান চালায়।সেখানে হিটার জ্বালানো অবস্থায় পেয়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয় লোকজন অভিযানে অংশ নেওয়া লোকজনকে বেধড়ক মারপিট করে এবং বিদ্যুৎ অফিসের কর্মীদের আটকে রাখে। স্বপনের মৃত্যু সম্পর্কে তিনি বলেন, “ভয়ে স্ট্রোক করে মারা গেছে বলে আমরা ধারণা করছি।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর পদক্ষেপ নেওয়া হবে।তবে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।