English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১২:৪৭

মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি, নিখোঁজ প্রচুর

নিজস্ব প্রতিবেদক
মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি, নিখোঁজ প্রচুর
ফাইল ছবি

 

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন প্রথম আলোকে এ তথ্য সত্যতা নিশ্চিত করেছেন।

ডুবে যাওয়া ট্রলার থেকে সাঁতরে তীরে আসা কয়েকজন যাত্রী বলেন, ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হাইমচর থেকে ঈশান বালার চরের দিকে যাচ্ছিল। পথে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। বেশ কয়েকজন সাঁতরে তীরে এলেও অন্তত ২০-২৫ জন নিখোঁজ রয়েছে বলে তারা দাবি করেন।

স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে গেছে।