English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১০:৪৪

ট্রাক ঢুকে পড়ল বস্তিতে; ঝরে গেল ৩টি প্রাণ

নিজস্ব প্রতিবেদক
ট্রাক ঢুকে পড়ল বস্তিতে; ঝরে গেল ৩টি প্রাণ

 

আজ মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়লে একই পরিবারের তিনজন নিহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌর এলাকায় একটি গুড়বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়িত ঢুকে পড়ে। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন, জেলার শাহজাদপুর পৌর এলাকার নব কুমার ব্রিজের পাশের বস্তিবাসী আবু বক্কার (৩৫), তার স্ত্রী আরোভি খাতুন (২৭) ও তাদের শিশু সন্তান সাব্বির (৫)।

এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২ জন। মঙ্গলবার ভোর রাত ৬টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশায় পথ না দেখায় ট্রাকটি বাড়িতে উঠে গিয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।