English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ২০:২৭

ঠাণ্ডায় জনজীবনে দুর্ভোগ কুড়িগ্রামে

নিজস্ব প্রতিবেদক
ঠাণ্ডায় জনজীবনে দুর্ভোগ কুড়িগ্রামে

কনকনে ঠাণ্ডায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে কুড়িগ্রামে। পাশাপাশি ঘন কুয়াশা যেন পুরো কুড়িগ্রাম ডেকে আছে। ঠাণ্ডার প্রকোপ থেকে বাঁচতে ঘর হতে বের হচ্ছেন না অনেকেই। এ জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও দু’-তিনদিন চলতে পারে বলে জানান আবহাওয়া অফিস।

ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বর্তমানে ১৫৬ জন রোগী। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। তবে প্রতি ঘন্টায় নতুন রোগী ভর্তি হচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের সূত্র এ তথ্য জানা যায়।

সূত্র মতে, গত ৩ দিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ইনডোরে ডায়রিয়ায় ৩০ ও নিউমোনিয়ায় ৩০ শিশুসহ মোট ১৫৬ জনকে ও আউটডোরে প্রতিদিন আড়াইশ থেকে ৩শ’ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, ঠান্ডা থেকে বাচতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। উত্তরীয় হিমেল হওয়ায় ঠাণ্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় কাজে যেতে পারছে না শ্রমজীবী মানুষরা। বোরো মৌসুম শুরু হলেও কনকনে ঠাণ্ডায় মাঠে কাজ করতে পারছে না কৃষি শ্রমিকরা। অনেকে কাজের সন্ধানে বের হলেও কাজ জুটছে না তাদের। গত তিন দিন ধরে দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা না। পাশপাশি বাড়ছে শীতের তীব্রতা। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষসহ শিশু ও বৃদ্ধরা।