English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৯:৫০

ভোলার ৩ মেয়রসহ ৩৬ কাউন্সিলরের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
ভোলার ৩ মেয়রসহ ৩৬ কাউন্সিলরের শপথ গ্রহণ

ভোলায় তিনটি পৌরসভার তিন মেয়রসহ ৩৬ কাউন্সিলর শপথ গ্রহণ করছেন। বরিশাল ইসলামিক ফাউন্ডেশন হলরুমে সোমবার দুপুরে শপথ নেন তারা।

শপথবাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস। শপথ গ্রহণ করেন ভোলা সদর পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান মনির, দৌলতখান পৌরসভার মেয়র মো. জাকির তালুকদার ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম।

এছাড়াও সাধারণ কাউন্সিলর হিসেবে ভোলা সদর পৌরসভার ১নং ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২নং ওয়ার্ডে ইব্রাহীম খোকন, ৩নং ওয়ার্ডে ছালাউদ্দিন লিংকন, ৪নং ওয়ার্ডে শওকত হোসেন, ৫নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬নং ওয়ার্ডে ওমর ফারুক, ৭নং ওয়ার্ডে শাহে আলম, ৮নং ওয়ার্ডে আতিকুর রহমান ও ৯নং ওয়ার্ডে শামিম।

দৌলতখান পৌরসভা ও বোরহানউদ্দিন পৌরসভার কাউন্সিলরও শপথ নেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কমিশনার হিসেবে তিন পৌরসভার মহিলা কমিশনাররা শপথ নেন।