English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১১:৩৪

অনুপ্রবেশের সময় সীমান্তে ৫ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
অনুপ্রবেশের সময় সীমান্তে ৫ বাংলাদেশি আটক

 

ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোরে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন : চান্দুড়িয়া গ্রামের লিটন, আকবার, ইব্রাহিম, কামাল ও মিলন।

বিজিবির চান্দুড়িয়া বিওপির হাবিলদার আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশকালে পাঁচটি গরুসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।