English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৮

রাস্তায় আন্দোলনে গ্রাম পুলিশ

নিজস্ব প্রতিবেদক
রাস্তায় আন্দোলনে গ্রাম পুলিশ

সম‌স্কেলসহ নানা সুযোগ সুবিধা আদায় দাবীতে অবস্থান ধর্মঘট কর‌ছে বাংলা‌দেশ গ্রাম পু‌লিশ কর্মচারী ইউনিয়ন। জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে আজ র‌বিবার সকাল সা‌ড়ে ৮টা থেকে গ্রাম পু‌লিশ সদস্যদের অবস্থান ধর্মঘট চল‌ছে।

এই ধর্মঘ‌টকে সফল কর‌তে সারাদে‌শের বি‌ভিন্ন অঞ্চলের গ্রাম পু‌লিশ সদস্যরা প্রেস ক্লা‌বের সাম‌নে উপ‌স্থিত হ‌য়ে‌ছেন। কর্মসূ‌চির নেতৃত্ব দি‌চ্ছেন বাংলা‌দেশ গ্রাম পু‌লিশ কর্মচারী ইউনিয়নের মহাস‌চিব মো. আব্দুল আ‌লিম।

এসময়ে চতুর্থ শ্রেণির কর্মচা‌রীদের ন্যায় সম‌স্কেল পাওয়ার দাবী জানান তারা। পাশাপাশি অবসরকালীন ভাতা, রেশ‌নিংসহ অন্যান্য সুযোগ সু‌বিধা কার্যকর করার দা‌বি‌তে অবস্থান ধর্মঘট করেছেন এ গ্রাম পুলিশরা।

আব্দুল আ‌লিম ব‌লেন, ‘গ্রাম পু‌লিশ সদস্য‌দের চতুর্থ শ্রেণির কর্মচা‌রীদের ম‌তো সম‌স্কেল কর‌তে হ‌বে। একই স‌ঙ্গে সদস্য‌দের অবসরকালীন ভাতা ও রেশ‌নিং সু‌বিধা দি‌তে হ‌বে।’

‌তি‌নি আরও ব‌লেন, ‘২০১৫ সা‌লের ৪মে প্রণীত গ্রাম পু‌লিশ বা‌হিনীর চাকরি বিধিমালা প‌রিবর্তন ক‌রে ২০০৩ সা‌লের খসড়া বি‌ধিমালা কার্যকর কর‌তে হ‌বে। ওই খসড়া বি‌ধিমালাটি সকল বিভাগীয় ক‌মিশনার, জেলা প্রশাসক, পু‌লিশ সুপার অনু‌মোদন ক‌রে‌ছি‌লেন। এসব দা‌বি আদায়ের লক্ষ্যে সকাল থে‌কে বি‌কেল ৫টা পর্যন্ত অবস্থান ধর্মঘট চল‌বে।’