English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৮:৪৯

দুই শিশু হত্যার ঘটনায় ৮ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
দুই শিশু হত্যার ঘটনায় ৮ জন রিমান্ডে

অপহরণের পর দুই শিশু হত্যার ঘটনায় আটক ৮ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় আটক ১২ জনের মধ্যে ৯ জনকে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিয়িশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিশাদুজ্জামান রিমান্ডের এ আবেদন মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ৮ জন হল- জাহাঙ্গীর আলম, ইমাম হোসেন, আলমগীর হোসেন, আব্দুল্লাহ, মো. ইউনুস, রুমান উদ্দিন, লাইলা বেগম ও রশিদা বেগম। আটক অপর আসামি ফাতেমা খাতুনের রিমান্ড আবেদন মঞ্জুর হয়নি।

কক্সবাজারের রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কাই কিসলু জানান, গর্জনিয়ার বড়বিল এলাকার দুই সহোদর শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় ১২ জনকে আটক করা হয়। এর মধ্যে ৯ জনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষে এদের রিমান্ডের আবেদন করা হলে ৮ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তিনি আরও জানান, আটক অপর ৩ জনকে যে কোন সময় আদালতে হাজির করা হবে। এ ঘটনায় অপহরণের দায়ে দায়ের করা মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে। এসব মামলায় আটকদের আসামি দেখানো হচ্ছে।

উল্লেখ্য, রবিবার বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় মোহাম্মদ ফোরকানের বড় ছেলে মোহাম্মদ হাসান  (১০) ও মোহাম্মদ হোছাইন (৮) অপহরণ করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল রাবার বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।