English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১০:২১

ক্ষেতমজুর সমিতির নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
ক্ষেতমজুর সমিতির নেতাকে গুলি করে হত্যা

 

পাবনার আটঘরিয়ায় কৃষক ও ক্ষেতমজুর সমিতির নেতা আব্দুর রশিদকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুর রশিদ (৩৫) উপজেলার চাচকিয়া গ্রামের বাহাদুর প্রামানিকের ছেলে। তিনি আটঘরিয়া উপজেলা কৃষক ও ক্ষেতমজুর সমিতির সহ সভাপতি ছিলেন।  

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে চাচকিয়া গ্রামে নিজের বাড়ির সামনেই রশিদ হামলার শিকার হন। তাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন বলেন, কয়েকদিন ধরে চরমপন্থিরা আব্দুর রশিদকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।