English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১০:০৫

জয়পুরহাটে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

 

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আয়নাল হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ী গুলিবদ্ধি হয়েছে। তাকে জয়পুরহাট হাসপাতালে ভর্তির পর ভোর চারটায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এএসআই রতন ও কনষ্টেবল আলমাস নামের পাঁচবিবি থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপস্নেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবর পেয়ে বুধবার দিবাগত রাত দু'টার দিকে পাঁচবিবি উপজেলার ফিচকার ঘাট এলাকায় পুলিশ অভিযানে নামে। টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও  ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচবিবির মহাজন কলোনীর আবুল কাশেম এর মাদক ব্যবসায়ী ছেলে আয়নাল হোসেনকে পায়ের হাটুতে গুলিবদ্ধি অবস্থায় উদ্ধার করে। তার বিরম্নদ্ধে পাঁচবিবি থানায় মাদকের ৫টি মামলা ছাড়াও সে সিরাজগঞ্জের সলঙ্গা থানার মাদকের একটি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। পুলিশ ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও একটি ভটভটি উদ্ধার করারও দাবি করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।