English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ২১:৪০

ট্রাকের ধাক্কায় প্রান হারালো কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক
ট্রাকের ধাক্কায় প্রান হারালো কনস্টেবল

ফেনীতে ট্রাকের ধাক্কায় পুলিশবাহী একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের খাদে পড়ে যায় । এতে রফিকুল ইসলাম (২৮) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এসময়ে আহত হন আরও দুই পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কসকা কাজিরদিঘী এলাকায় বুধবার সকালে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমদ পাঠান জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা কাজিরদিঘী এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই কনস্টেবল রফিকুল ইসলাম নিহত হন। এসময় পুলিশের আরও দুই সদস্য আহত হন।  তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।

তবে পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি।