English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ১৮:৪৯

ছাত্রলীগ কর্মী হাবিবের ময়না তদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগ কর্মী হাবিবের ময়না তদন্ত সম্পন্ন

 ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে প্রতিপক্ষের হামলায় খুন হওয়া সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ কর্মী কাজী হাবিবের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ময়না তদন্ত সম্পন্নের পর তাকে দাফনের জন্য কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানান নিহতের বড় ভাই কাজী বাদল। এদিকে কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, প্রত্যক্ষদর্শীদের জাবান বন্দি অনুসারে খুনীদের চিহ্নিত করা হয়েছে। তাদেরকে আটকের জন্য অভিযান চলছে। এর আগে মঙ্গলবার দুপুরে নগরীর শামিমাবাদে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ছাত্রলীগ কর্মী কাজী হাবিব নিজ দলের প্রতিপক্ষ গ্রুপের হামলায় গুরুতর আহত হন। রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হাবীব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৪র্থ বর্ষের ছাত্র।