English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ১০:২১

ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে নিহত ১

 

ফেনীতে ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে এক কনস্টেবল নিহত হয়েছেন, আহত হন আরও দুজন। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেমুয়ার কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের কনস্টেবল  রফিকুল ইসলাম (৫০) ফাজিলপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

গুরুতর আহত দু‌ই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে টহল দেওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে পুলিশভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়।  ভ্যানটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই কনস্টেবল রফিকের মৃত্যু হয়। ট্রাকটি এখনও আটক করতে পারেনি পুলিশ।