English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১০:৪৭

জামালপুরে ধলেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে ধলেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

জামালপুরে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আকস্মিকভাবে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনের যাত্রীরা বিভিন্ন বগি থেকে নেমে নিরাপদ দুরত্বে অবস্থান করায় কেউ হতাহত হয়নি। পরে জামালপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার সন্ধ্যায় জামালপুর জংশন রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

জামালপুর স্টেশনে ট্রেনটি দাড়ানো অবস্থায় ট্রেনের ফ্যান রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ট্রেনটির চালক রেজাউল করিম জানান। রেলওয়ে সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনগামী ধলেশ্বরী ট্রেনটি সোমবার ৫টা ৩০ মিনিটে জামালপুর রেল স্টেশনের দুই নম্বর লাইনে গিয়ে থামে। এর কয়েক মিনিটের মধ্যেই আকস্মিকভাবে ট্রেনটির ইঞ্জিনে অস্বাভাবিক ধোঁয়া বের হতে থাকে এবং ইঞ্জিনের পিছনের দিকে আগুন ধরে যায়। এতে পুরো ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তেই যাত্রীরা ট্রেনের বিভিন্ন বগি থেকে নেমে নিরাপদ দুরত্বে অবস্থান করে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রুহুল কুদ্দুস জানান, ইঞ্জিনের ভেতরে কোন সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা হয়েছে।