English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৯

বিএনপি’র শত্রু বিএনপি নিজেই : ওবায়দুল

নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র শত্রু বিএনপি নিজেই : ওবায়দুল

বিএনপি’র জোট ভাঙার জন্য সরকার ষড়যন্ত্র করছে— বিএনপির নেতাদের এমন অভিযোগের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির শত্রু এখন বিএনপি নিজেই। তাদের ভাঙার জন্য তারা নিজেরাই যথেষ্ট। আওয়ামী লীগের প্রয়োজন নেই।’

কক্সবাজারের পেকুয়ায় রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ। তাই দলটির সকল নেতাকে একযোগে রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত। সরকার পরিচালনা করেও তারা সফল হয়নি। বিরোধী দলে থেকেও তারা আন্দোলন-সংগ্রাম জমাতে পারেনি। তাদের মিছিল-মিটিংয়ে মানুষ হয় না। তাদের নেতাকর্মীরা হতাশ।’

অারেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ‘৫ জানুয়ারির সংসদ নির্বাচনে না এসে তারা ভুল করেছিল। এবার তারা তাদের ভুল বুঝতে পেরেছে। তাই তারা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।’

মন্ত্রী এর আগে পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মরহুম শাহাবুদ্দিন ফরাজীর বাড়িতে যান। তিনি মরহুমের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং কবর জিয়ারত করেন। সম্প্রতি একদল সন্ত্রাসীর হাতে শাহাবুদ্দিন ফরাজী নিহত হন।