English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৯:১৫

ব্র্যাক কর্ণফুলীর দুই ম্যানেজারকে পিটিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
ব্র্যাক কর্ণফুলীর দুই ম্যানেজারকে পিটিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের ফটিকছড়ি ব্র্যাক কর্ণফুলী চা বাগানের দুই ম্যানেজারকে পিটিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুর প্রায় ১২টার চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এরা হলেন— কর্ণফুলী চা বাগানের ম্যানেজার শাহনেওয়াজ ও ম্যানেজার মো. ইলিয়াছ। তাদের আহত অবস্থায় চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বাগানের কর্মচারীরা অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত। ঘটনার পর কাঞ্চননগরসহ এর আশপাশের পাহাড়ি-বাঙালিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে মনে করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্তের ট্যাকবাড়িয়া এলাকায় কয়েক সপ্তাহ ধরে পাহাড়ি জনগোষ্ঠী ও চা বাগান কর্তৃপক্ষের মধ্যে বিরোধ চলছিল। সীমানা ও চা বাগানের ভূমি নিয়ে বিরোধের জের ধরে গত সপ্তাহে উপজাতীয়দের নয়টি ঘর পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনার পর পাহাড়ি-বাঙালিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মঙ্গল ও বুধবার থেকে বিরাজমান উত্তেজনা নিরসনে বৃহস্পতিবার কাঞ্চননগর ইউনিয়ন পরিষদে এক শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপজাতীয়রা অভিযোগ করেন, ট্যাকবাড়িয়া এলাকায় তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এসব এলাকার ভূমিও তারা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু চা বাগানের মালিকপক্ষ জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে তাদের ৮-৯টি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। তবে ওই বৈঠকে ব্র্যাক কর্ণফুলী চা বাগান কর্তৃপক্ষ উপজাতীয়দের অভিযোগ মিথ্যা বরে দাবি করেন।