English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৮:৩৯

বাবা-ছেলের প্রাণ কেড়ে নিল অজ্ঞাত গাড়ি

নিজস্ব প্রতিবেদক
বাবা-ছেলের প্রাণ কেড়ে নিল অজ্ঞাত গাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় সড়ক দুর্ঘনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এসময়ে আহত হন আরও ১০ জন। রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রনি (৩২) ও তার সন্তান আদফান (৯)।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রনি আদফানকে নিয়ে মোটর সাইকেল যোগে আশুগঞ্জ থেকে কাজিপাড়া তার নিজ বাসায় আসছিলেন। কুমিল্লা-সিলেট মহাসড়কে সুহিলপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী রনি ও তার ছেলে আদফান মারা যান।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, সকালে ঘন কুয়াশার কারণে সুহিলপুরে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা ও পুত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০জন আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

তবে পুলিশ থেকে অজ্ঞাত গাড়ির কোন তথ্য জানা যায়নি।