English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৬:৫২

অস্ত্রসহ ময়মনসিংহে আটক ২

নিজস্ব প্রতিবেদক
অস্ত্রসহ ময়মনসিংহে আটক ২

ময়মনসিংহ শহরে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ স্থানীয় 'দৈনিক জাহান' নামে একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম (৩৫) ও রাসেল (২৫) নামে দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার ভোরে ময়মনসিংহ শহরের মাসকান্দা বিসিক শিল্প নগরীর দৈনিক জাহান কার্যালয় ও পত্রিকার মালিকের বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার ও দুজনকে আটক করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৈনিক জাহান কার্যালয় ও পত্রিকার মালিকের বাসায় অভিযান চালানো হয়। এ সময় নাদিমের তত্ত্বাবধানে থাকা বাসার নিচতলার একটি কক্ষ থেকে দুটি বিদেশি ও দুটি দেশি পিস্তলের খোল, ছয় রাউন্ড গুলি, চাইনিজ রাইফেলের তিনটি কাঠের বাট, পাইপগান তৈরির পাইপ, ৯টি তলোয়ার, দুটি ম্যাগজিন, চারটি চাইনিজ কুড়াল, দেশীয় ধারালো অস্ত্রসহ দুই ব্রিফকেস ভর্তি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, দুই বোতল এসিড এবং একটি মদের কনটেইনার উদ্ধার করা হয়।
ওসি ইমারত হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিম অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।