English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১১:৫২

ময়মনসিংহে পত্রিকা অফিস থেকে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে পত্রিকা অফিস থেকে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

 

ময়মনসিংহে একটি স্থানীয় পত্রিকার কার্যালয় থেকে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে শহরের মাসকান্দায় বিসিক শিল্প এলাকার ‘দৈনিক জাহান’ পত্রিকা কার্যালয়ে এ অভিযান চালানো হয়।আটকরা হলেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম ও কর্মচারী রাসেল।

ময়মনসিংহ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে দুই জনের কাছ থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ডিবির ভাষ্য, নাদিমের বাসায় অস্ত্র আছে গোপন সূত্রের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই সময় তিনটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, চায়নিজ রাইফেলের তিনটি বাঁট, নয়টি সামুরাই তলোয়ার, দুটি ব্রিফকেসভর্তি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক ও এসিড উদ্ধার করা হয়। নাদিমের বাসার নিচতলায় মিনি অস্ত্রের কারখানা ছিল। সেখান থেকে অস্ত্র কেনাবেচা হতো বলে পুলিশ জানায়।