English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৬ ১৭:২৭

গৌরীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
গৌরীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ অন্তত তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

শনিবার দুপুর দেড়টার দিকে গৌরপুরের গঙ্গাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এক নারীর নাম ফাতেমা (২২)। তার গ্রামের বাড়ি উপজেলার অচিন্তপুর ইউনিনের মুখরিয়ায়। তাৎক্ষণিকভাবে নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাকের চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।