English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১০:৪৩

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৪ শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৪ শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইউসুফ নগর এলাকায় ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্রমিক মৃত্যুর প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন, মহরম আলী (৫০), মানিক মিয়া (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী এ তথ্য জানান। তিনি জানান, ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৬৯৩২) ও চালককে আটক করেছে পুলিশ। বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বর্তমানে বিক্ষোভ করছে এলাকাবাসী।