English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ২১:০৯

সামাজিক আন্দোলনে মানব পাচার রোধ সম্ভব

নিজস্ব প্রতিবেদক
সামাজিক আন্দোলনে মানব পাচার রোধ সম্ভব

জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও জনসাধারনের সম্মিলিত প্রয়াসে আন্তরিক প্রচেষ্টায় সামাজিক আন্দোলন সৃষ্টির মাধ্যমে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব।

বৃহস্পতিবার টেকনাফ উপজেলা মিলনায়তনে মানব পাচার সংক্রান্ত সমস্যা চিহ্নিত করন ও করণীয় নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় বক্তাগন এ অভিমত ব্যক্ত করেছেন।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ কক্সবাজারের উপপরিচালক আবুল ফয়েজ আলাউদ্দিন খান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, ভাইস চেয়ারম্যান (মহিলা) তাহেরা আক্তার মিলি, ইউএনডিপির প্রতিনিধি মিস শায়লা খান, আনোয়ার পাশা, তৌহিদুর রহমান প্রমুখ।

স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকতা, বিজিবি, পুলিশ, শিক্ষক, ইমাম, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ দিনব্যাপী উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।