English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ২০:২০

পুলিশই জনতা, জনতাই পুলিশ: শহীদুল হক

নিজস্ব প্রতিবেদক
পুলিশই জনতা, জনতাই পুলিশ: শহীদুল হক

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, এদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁর এ-টিম মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে এ কথা বলেন তিনি। জেলা কমিউনিটি পুলিশিং কমিটি এ সমাবেশের আয়োজন করে।

বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই উল্লেখ করে আইজিপি বলেন, জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হতে চাইলে তাকেও আইনের আওতায় আনা হবে। পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, কোনো পুলিশ সদসস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, কোনো দলের বিরুদ্ধে নয়, মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছে পুলিশ বাহিনী।

পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, জেলা প্রশাসক ড. মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ফজলে রাবিব বকু।

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, জেলা কমিনিটি পুলিশিং কমিটির সভাপতি সামসুল হক প্রমুখ।