English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১০:৩০

গ্রেফতারকৃত “ফাঁসির আসামি” আসল নয়!

অনলাইন ডেস্ক
গ্রেফতারকৃত “ফাঁসির আসামি” আসল নয়!

গত রবিবার চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে র‌্যাব ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত’ আসামি হিসেবে ভুল মানুষকে গ্রেফতার করেছিল র্যাব। আনোয়ারুল আশরাফ চৌধুরী নামে ওই ব্যক্তি ‘প্রকৃত আসামি না হওয়ায়’ সোমবার দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দিন জানিয়েছেন।

রোববার সকালে গ্রেপ্তারের পর রাতে র‌্যাব-৭ আশরাফকে থানায় সোপর্দ করে।ওসি মফিজ উদ্দিন বলেন, তদন্তে দেখা গেছে র‌্যাবের হাতে আটক হওয়া আশরাফ ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আশরাফ একই ব্যক্তি নন। দুজনের নাম ও ঠিকানা এবং বিমানের টিকিট ও ড্রাইভিং লাইসেন্সে ভিন্নতা আছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আশরাফ হোসেন ওরফে বাবু, র‌্যাবের কর্তৃক ধৃত ব্যক্তির নাম আনোয়ারুল আশরাফ চৌধুরী। ফাঁসির আসামি আশরাফ (৩৬) পাইন্দং ইউনিয়নের আজিমপুর এলাকার বাসিন্দা। আর রোববার গ্রেপ্তার হওয়া আশরাফ (৩৪) সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সোবহান মুন্সীর বাড়ির মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

২০০৪ সালের ২ এপ্রিল ফটিকছড়ির কারাবালা টিলার পাহাড়ি এলাকায় বেসরকারি বীমা প্রতিষ্ঠান গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা নূর খালেক মাস্টারকে হত্যার দায়ে ২০১৪ সালের ১৯ অগাস্ট চট্টগ্রাম জন নিরাপত্তা ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতের বিচারক মো. মমিন উল্লাহ আশরাফ হোসেন ওরফে বাবুকে মৃত্যুদণ্ড ও অন্য এক আসামিকে বেকসুর খালাস দেন। সেই মামলায় খালাস পাওয়া গোলাম মোস্তফা ও হত্যাকাণ্ডের সময় গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপক বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলামও ‘র‌্যাবের হাতে আটক আশরাফ আর দণ্ডপ্রাপ্ত আশরাফ একই ব্যক্তি নন’ বলে শনাক্ত করেছেন।

দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আশরাফ দুই সপ্তাহ আগে দেশে ফেরেন এবং সকালে ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রাম আসার পর বিমানবন্দরে আসছে- এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। এটা অনাকাঙ্খিত ভুল বলে দাবী পুলিশের।