English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ২১:৪৫

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

কালিকাপুরে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছে। এবং আহত ৮ জন আহত।

রোববার দুপুর দেড়টায় চৌদ্দগ্রামের বাতিসার কালিকাপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর দেড়টায় চৌদ্দগ্রামের কালিকাপুরে চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যানের (চট্ট মেট্রো-ন-১১-২৯৬৯) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-১১-১৮৮৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপ ভ্যানের চালক জুনাব আলী ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় আহত হয় আরো ৮ জন।  এ দুর্ঘটনায় আহত পিকআপ ভ্যানের হেলপার বাবর আলীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এবং তার অবস্থা আশঙ্কাজনক বিদায় ঢাকায় স্থানান্তর করা হয়। আহত অন্যান্যদের সকলেই বাসযাত্রী। তাদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।